ভয় দেখাবে? দেখাও
তোমার নাকি ভয় দেখানোর সখ,
কিন্তু তোমার কোমরটা খুব সরু
অনেকটা ঠিক বানর বানর ঢক।
দাঁত কেলিয়ে ভেঙচি কেটে ভয়?
তা কি আবার হয় 🙂
তার চেয়ে ঐ পান খাওয়া দাঁত কামারশালায় বসে
গরম করে ঘষে
একটু যদি ধার করাতে পারো
ভয় পাবো ঠিক, তা না হলে ছাড়ো।
আচ্ছা, এসব বুলেট-গুলির ভয়ে
গা ঢাকা দেয় কারা?
আজরাঈলের সঙ্গে বুঝি সওদা করে তারা
দু’দিন হায়াৎ বাড়িয়ে নিতেও পারে?
তা না হলে ভয় অযথা বেকুব ছাড়া কে পায়,
তোমার কথা বাদই রাখো;
তুমি তো এক ভণ্ড রাজার সেপাই।
28.10.19
মন্তব্য করুন