আকাশে একদল মেঘ উড়ে যায়
বৃষ্টি ঝরে পড়ে পাখির পাখায়
অনন্ত নীল বুঝি চোখের তারায়
নিরবে বিলীন হয়ে যায়।।
শামুকের ঘুম ভেঙে যায়
জলের শরীর ওঠে কেঁপে
কে তুমি ওগো আসলে এমন
সময় নিখুঁত মেপে মেপে!!
মিশে গেলে কার ভরসায়?
বৃষ্টির কাছে যায় খুব গোপণে
লুকানো হাজার কবিতা,
কেউ যেই কবিতার ছত্রগুলো
কোনোদিন খুঁজে পাবে না।
তুমি এমনি যেনো এক কবিতা হয়ে
চুপিসারে আসলে পাড়ায়…
রঙচটা দেয়ালের গায়
শাদাকালো পোস্টার ছেপে
কে তুমি ওগো আসলে এমন
সময় নিখুঁত মেপে মেপে!!
আসলে আমার দরজায়।
01.07.19
মন্তব্য করুন