এখানে তোমার বুনো কবিতার ছন্দ তুলেছে ঢেউ
জলের গভীরে মৃত শামুকের খোলসের আড়ালেও
জেগেছে নতুন সুর
থেমে থাকবে না সাথীরা তোমার মঞ্জিল বহুদূর।।
ফুলের টোকায় নত হয়ে যায় ভীরু কাপুরুষ যারা
ছলনা শিখুক তারা
সাথীরা তোমার কোনো জালিমের তাবেদারি করবে না
যত প্রলোভন আসুক সামনে পথ থেকে সরবে না।।
যদিও হাজার নফসের ধোকা পথ করে বন্ধুর।
তোমার কবিতা কবি
শব্দের কোনো গাথুনি ছিলো না
ছিলো জীবনের ছবি
সংগ্রামী সেই জীবনালেখ্য প্রেরণায় ভরপুর।।
এক হাতে যদি চাঁদ এনে দাও সূর্য অন্য হাতে
তবুও এ ঘোর রাতে
সাথীরা তোমার চির গোলামীর জিঞ্জির পরবে না
যত প্রলোভন আসুক সামনে পথ থেকে সরবে না।।
যদিও হৃদয় আশা-হতাশায় বড় বেশি ভঙ্গুর।
17.07.19
মন্তব্য করুন