সেই তো ভালো হাতের উপর হাত না রেখে
কেবল শুধু পায়ের তালে পা মেলানো
হৃদয় দিয়ে পুজিবাদের হিসেব মেলে?
কোথায় পেলে?
নষ্ট কি সব কাব্য করে সময় কাটাও
জীবনটাকে ফেলনা ভাবার এ দুঃসাহস কোথায় পেলে?
মোটেও তোমরা আগাচ্ছো না চিন্তাধারায়
হৃদয় নিয়ে কাব্য প্রথা খুব সেকেলে।
কর্পোরেটের এই জামানায় প্রেমের থালা
পয়শা পেলে ঝনঝনিয়ে বাজতে থাকে,
পৃথিবীটা এগিয়ে গেছে হাজার বছর
তোমরা আছো সেই পুরাতন ঘুর্ণিপাকে।
29.07.19
মন্তব্য করুন