দিনের আলোয় রাত করি পান রাতের কালোয় দিন
আপোষ করে সঙ্গে আমার বাড়তে থাকে ঋণ
কালের পিঠে চাপিয়ে বোঝা হালকা করি মন
তবুও যেনো পোড়ায় আমার বিবেক সারাক্ষণ।।
সত্য জানি সত্য মানি তবুও খুঁজি ফাঁক
একটু না হয় ভুল পথে পা গেলোই চলে যাক;
কেউ যদি বা প্রশ্ন করে যুক্তিবাদী হই
বিবেক আমার গুমরে মরে আড়ালে নিশ্চয়।।
নিজকে আবার বদলে নেবো যখন প্রয়োজন!
নামাজ রোজা চলছে সবই ধরছে চুলে পাক
মক্কা থেকে আসবো ঘুরে আর কটাদিন যাক!
বয়স কতো হিসেব করে ঠিক করেছি দিন
সুদ আসলে মিটিয়ে দেবো যার কাছে যা ঋণ।।
নিজকে আবার গুছিয়ে নেওয়ার খুঁজছি শুভক্ষণ…
07.07.19
মন্তব্য করুন