নদীর তীরের খবর তুই রাখলি না মন
ঢেউয়ের সাথে বাঁধলি জীবন
এ কূল ও কূল ছুঁয়ে ছুটলি কেবল
করলি না খোঁজ তোর কে মহাজন।।
ফোটায় ফোটায় এলে বৃষ্টি নেমে
লুকিয়ে রাখবি নিজের হেরেমে
তার ছন্দে দুলে দুলে ভুলবি যখন
নিজেকে, মন তাঁরে করিস স্মরণ;
গহীনে গভীরে তাঁর বিচরণ।।
জলের শরীর জুড়ে নামলে আঁধার
শেষ হয়ে যায় কি রে করুণা তাঁর?
সে তো নূরের আধার, সে তো স্রষ্ট্রা সবার
সীমানা নেই কোনো তাঁর ক্ষমতার।
মানবি তাঁরে তুই সবচে আপন।।
15.07.19
মন্তব্য করুন