তারপর একদিন জানালার পর্দা দুলে উঠতেই চমকে উঠলে-
কে ওখানে?
কোনো উত্তর নেই।
ওখানে কে?
উহু, কোনো উত্তর নেই।
একটা অবান্তর ভয় তোমাকে পেয়ে বসলো; অথচ, তুমি ওসব ভুতপ্রেতে মোটেই বিশ্বাস রাখো না!
আচ্ছা, মানুষ এমন কেনো বলতে পারো?
কই কখনো তো শুনিনি একটা ছাগল যার কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই সেও কারো ছায়া দেখে আৎকে উঠেছে; আথচ মানুষ?
কি? একজন মানুষ হিসেবে নিজেরে খুব দুর্বল মনে হচ্ছে না?
আসলে এটাই মানুষের শক্তির উৎস-
পর্দা দুলে ওঠা কোনো ভয়ের ব্যাপার নয় তবে কোনো কারণ ছাড়া দুলে ওঠাটা অবশ্যই ভয়ের কারণ হতে পারে; আর এইযে কারণ অনুষন্ধান করার ক্ষমতা, এটাই শক্তি। এই শক্তির বলেই মানুষ বলিয়ান।
ভয় না পাওয়াটা কোনো সাহসিকতার ব্যাপার নয়, হতে পারে এটা সীমাবদ্ধতা। পৃথিবীর সব আলো নিভে গেলেও অন্ধের কোনো ভয় নেই। ভয় মানুষের সত্য উদঘাটনের প্রেরণাই শুধু নয় অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচানোর অন্যতম শর্ত।
স্রষ্টার ভয় মানুষকে সকল ভয়কে অতিক্রম করার সাহস যোগায়।
09.07.19
মন্তব্য করুন