এই বৃষ্টি মুখর ভোর
পুলকিত অন্তর
নুয়ে পড়ে তোমারই জন্য
তোমার সৃষ্টি যতো দেখছি ততো
বুঝছি আমি কি নগন্য।।
১৫.০৮.১৯
পাখির ঠোটে জমা রুজির শুকরিয়া
আদায় করে পাখি মধুর গানে গানে
ফুলের বুকে বসে গায় যে মধুকর
তোমার নামে গান আমার এ বাগানে।।
বাগান হয় আমার ধন্য…
বাতাস এলোমেলো যে সুর নিয়ে এলো
সে সুর নিয়ে মাতে প্রিয় সুরকার
মনের কথাগুলো লেখি আমি বসে
গান সে হয়ে যায় রহমে তোমার।
জানি তারার মতো তোমার নেয়ামাত
বর্ণনা করে শেষ করা যাবে না,
তোমার প্রেমে ডুব দিলো যে জমজম
কখনো কেউ তার তল খুঁজে পাবে না।
সে শুধু তোমারই জন্য…
১৮.০৪.২০
মন্তব্য করুন