মুঠ খোলো / সাইফ আলি

একটা অন্ধকার তোমাকে গিলে ফেলবে
একটা অজগরের মতো অন্ধকার তোমাকে তাড়া করছে
তোমার ডান হাতের তালুতে একটা আলোর উৎস আছে
মুঠ খোলো, আমার দিকে তাকাও; ভয় নেই
তোমার হাতের মুঠোয় একটা আলোর উৎস আছে।

তুমি যদি ভয়ে চোখ বন্ধ করে কাঁপতে থাকো
তবে তোমার চারপাশে শত সহস্র প্রদীপ জ্বালিয়ে দিলেও দেখতে পাবে না
অথচ তোমার মুঠোভরা সূর্য
মুঠ খুললেই আলো আর আলো!
তুমি কি মুঠ খুলবে না বলে কসম কেটেছো?
যারা বলে তোমার হাতের তালুতে কালসাপের মতো রেখা
যারা তোমাকে চোখ বন্ধ করে থাকতে উৎসাহ দেয়, বলে-
বাইরে অন্ধকার।
তারা তোমার শত্রু…
যদিও তুমি তাদের আপন ভাবছো।

০১.০৮.১৯