একটা কাছিম বর্ম চাই
নয়তো নেতার চর্ম চাই
লাগবে না গা’য় কিছু,
হাজার কথা বলবে লোকে
জাত হবে না নিচু।
একটা কালো শ্লোগান চাই
ময়লা টাকার যোগান চাই
লাগবে না আর কিছু,
আমিই হবো কর্তা; সবাই
ছুটবে আমার পিছু।
১২.০৯.১৯
একটা কাছিম বর্ম চাই
নয়তো নেতার চর্ম চাই
লাগবে না গা’য় কিছু,
হাজার কথা বলবে লোকে
জাত হবে না নিচু।
একটা কালো শ্লোগান চাই
ময়লা টাকার যোগান চাই
লাগবে না আর কিছু,
আমিই হবো কর্তা; সবাই
ছুটবে আমার পিছু।
১২.০৯.১৯
মন্তব্য করুন