তুমি ফিরে যাও পাখি ফিরে যাও শুধু রেখে যাও দুটো ডানা
তুমি খাও দাও পাখি গান গাও তবে সাবধান উড়বা না
তুমি উড়লে ভীষণ ভয় হয়, যদি ক্ষয় হয়?
যদি ছিড়ে যায় সব দানবের সামিয়ানা?
তুমি খাও দাও পাখি গান গাও শুধু সাবধান, উড়বা না।
তোমার নিখুঁত দৃষ্টি নামাও
তুমি গাচ্ছো কি গান!? থামাও।
আহা! ক্লান্ত তোমার মুখ
কপালে জমেছে ঘাম,
তুমি এবার একটু থামো
কেউ দেবে না তোমার দাম।।
পাখি শুধু শুধু ডাকবানা।
দেখো চারিদিকে শুনশান
করো শান্তির সুরা পান
আহা! ক্লান্ত তোমার চোখ
ঘন জমাট ঘুমের ঝোক!
পাখি এই ঘুম ভাঙিওনা,
সূর্যের ঐ লালচে আভায় চোখদুটো রাঙিওনা-
ওই রাঙা চোখে খুব ভয় হয় যদি ক্ষয় হয়?
যদি ছিড়ে যায় সব দানবের সামিয়ানা?
তুমি খাও দাও পাখি গান গাও শুধু সাবধান, উড়বা না।।
১১.০৯.১৯
মন্তব্য করুন