মাতাল হাওয়া আসলে ছুঁয়ে কোন সে আতরদানি
কোন সে ফুলের নাম বলোনা করছো কানাকানি
সে ফুল হতে একটু সুবাস না হয় চেয়ে আনি
দিকবিদিকে তাঁর মধু-নাম হোকনা জানাজানি।।
কোন বনে আজ ফুটলো সে ফুল
সন্ধানে তার হৃদয় ব্যাকুল
তার বুকে যে মধুর নহর
সেখান থেকে এক ফোঁটা মোর
হতো (যদি) মেহেরবানি।।
দু’চোখ আমার দেখা না পাক
দু’ঠোঁট তাঁরে চুমতে না যাক
থাক দূরে থাক কেবল তাঁর পাক
সুরভী ভরুক হৃদয়ে আমার;
শূন্য আতরদানি আমার শূন্য আতরদানি।।
২৮.০৮.১৯
মন্তব্য করুন