এই ছবিটা কেমন যেনো নড়ে
নিজের কথা পড়ায় এবং পড়ে
এই ছবিটা উল্টিয়ে হও বোবা।
এই মাথাটা কেমন যেনো ভাবে
হয়তো এবার পদক-টদক পাবে
এই মাথাটা সাজিয়ে রাখো কেটে।
এই যে দু’হাত ভীষণ রকম জেদি
এবং দু’চোখ নিখুঁত পাঁজরভেদী
সরিয়ে রাখো, যাক কুমিরের পেটে।
১২.০৯.১৯
ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
মন্তব্য করুন