আমরা যারা চুপ থাকার জন্য ঘুমিয়ে পড়লাম
তারা জেগে উঠে আর কাউকেই পেলাম না
ডান কিংবা বামপক্ষের কেউই সেখানে ছিলো না
আমরা ভাবলাম, তারা হইতো লড়াই করতে করতে নিঃশেষ হয়ে গেছে
তাদের জন্য আফসোস করতে করতে গর্ত থেকে বের হলাম
তারপর যখন নিজেদেরকে বুদ্ধিমান বলে ভাবতে শুরু করলাম তখনই খেয়াল হলো, আমাদের পায়ের কাছে কোনো সবুজ নেই, আমাদের মাথার উপরে কোনো নীল নেই, আমাদের তৃষ্ণা মিটানোর জন্য কোনো নদী নেই!
আমরা আসলে এমন এক বিরাণ ভূমিতে উপস্থিত হয়েছি যেখানে কোনো জীবন নেই। এখানে জেগে থাকা অর্থহীন। আমরা কি আবারো গর্তে প্রবেশ করবো?
আমরা জেগে থাকবো না ঘুমিয়ে পড়বো এই প্রশ্নে আবারো বিভক্ত হয়ে পড়লাম। অতঃপর আমাদের মধ্য থেকে একদল গর্তে প্রবেশ করলো এবং আমাদের জন্য আফসোস করতে করতে ঘুমিয়ে গেলো। আমরা জানি তারা চোখ মেলে আবারো ডান এবং বামে বিভক্ত হয়ে পড়বে।
১৬.০৯.১৯
মন্তব্য করুন