মনে পড়ে? যখন হাত ধরাধরি করে হেঁটেছিলাম
তখন আমাদের একটা মঞ্জিল ছিলো
তারপর একদিন আমাদের পথ বেঁকে গেলো
আমি বললাম, এই পথ সঠিক-
তুমি বললে, ঐটা; মঞ্জিল কিন্ত তখনও একটাই।
তারপর আমরা ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যেতে থাকলাম,
হতে পারে আমাদের মধ্যে একজন ভুল
তবু আমরা পরস্পরকে ভালোবাসি।
হতে পারে দুটো পথই আমাদেরকে মঞ্জিলে পৌছে দেবে
তখনও আমরা পরস্পরকে ভালোবাসবো।
আর যদি আমরা উভয়ই পথ হারায়?
অথচ আমরা একটা সরল পথের জন্য মালিকের সামনে দাঁড়িয়েছিলাম!
আবার এমনও তো হতে পারে আমরা কেউই পথ বদলাইনি
হাত ছেড়ে বিচ্ছিন্ন হয়েছি মাত্র!
তোমারও কি আমার মতো হাত ধরে হাঁটতে ইচ্ছে হয়?
১৭.০৯.১৯
মন্তব্য করুন