আমাদের একটা মঞ্জিল ছিলো / সাইফ আলি

মনে পড়ে? যখন হাত ধরাধরি করে হেঁটেছিলাম
তখন আমাদের একটা মঞ্জিল ছিলো
তারপর একদিন আমাদের পথ বেঁকে গেলো
আমি বললাম, এই পথ সঠিক-
তুমি বললে, ঐটা; মঞ্জিল কিন্ত তখনও একটাই।
তারপর আমরা ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যেতে থাকলাম,
হতে পারে আমাদের মধ্যে একজন ভুল
তবু আমরা পরস্পরকে ভালোবাসি।
হতে পারে দুটো পথই আমাদেরকে মঞ্জিলে পৌছে দেবে
তখনও আমরা পরস্পরকে ভালোবাসবো।
আর যদি আমরা উভয়ই পথ হারায়?
অথচ আমরা একটা সরল পথের জন্য মালিকের সামনে দাঁড়িয়েছিলাম!
আবার এমনও তো হতে পারে আমরা কেউই পথ বদলাইনি
হাত ছেড়ে বিচ্ছিন্ন হয়েছি মাত্র!
তোমারও কি আমার মতো হাত ধরে হাঁটতে ইচ্ছে হয়?

১৭.০৯.১৯

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: