হয়তো আমারই ভুল
মাপতে পারিনি গভীরতা
কিন্তু তোমার হাতে লেগে থাকা রক্তের দাগ
আমাকে ভাবিয়ে তোলে, ভাবতে গিয়ে
তোমাকে চিনছি আমি নতুন করে।
তোমার বাক্যগুলো জালিমের তৃষ্ণা মিটায়
তোমার চেহারা থেকে মুছে গেছে নূরের আভাস।
তুমি কি এখনো রাতে সেজদায় অবনত হও?
এ মন কেনো যে বলে, এই তুমি সেই তুমি নও।
১৪.০৯.১৯
ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
মন্তব্য করুন