বিপত্তি ঘটে যায় ঘাড়টাকে বাঁকালেই
চোখ তুলে তাকালেই
তর্জনি ঝাকালেই
তাই
সোজাপথে হেঁটে যান
কাদাকুদো ঘেটে যান
চেটে যান
আর কোনো প্রবলেম নাই।
বিপত্তি ঘটে যায়
বাজে কথা রটে যায়
লোকে শুধু চটে যায়
জোটে ঘাঁই চান্দির উপরে
সূর্যের পানে যেনো সুজাসুজি তাকিয়েছি
কাঠফাঁটা রৌদ্রের দুপরে।
তাই
সোজাপথে হেঁটে যান
কাদাকুদো ঘেটে যান
চেটে যান
তাহলেই প্রবলেম নাই।
১৩.০৯.১৯
মন্তব্য করুন