সাজানো বাগানে শুধু আসবে ভ্রমর
কোনোদিন কোনো ঝড় ভাঙবে না ডাল
রাত্রি নিঝুম হলে জোছনা বিলাস
এনে দেবে নওরোজ বসন্ত কাল।।
এভাবে ভাবতে কার লাগে না ভালো
এ ছবি সবাই আঁকে, তুমিও আঁকো।
হতাশ কেনো হও বলো তো দেখি
বিশ্বাস বুকে কেনো বাড়াওনা পা
এ কথা ছিলো তো প্রিয় তোমার জানা
ইমানের ঘাটতি আনে হতাশা।।
কেউ না থাকুক পাশে একাকী তুমি
আলোর মশাল নিয়ে দাঁড়িয়ে থাকো।
………………………..
১৮.০৯.১৯
মন্তব্য করুন