এই ঘোলাটে ভোর, ভেজা শহর, গরম হাওয়া
ঘিরে চায়ের কাপ ঝড়ো আলাপ ব্যস্ত জীবন
দাঁড়িয়ে কাচের ঘর পরস্পর মুখোমুখি
বোঝাপড়ায় ভাঙাগড়ায় ন্যস্ত মন।।
১৯.০৯.১৯
একটা হাসের মুখে মৃত শামুকের খোল
দেখে টকশোর নামে চলছে ফালতু শোরগোল,
ঘুরছে উন্নয়নের চাকা, কমছে রাতের ঘুম
একটু ঘুমের প্রয়োজন।।
একটা ঘুড়ির মতো ডাল খাচ্ছে দূরে
তাকে ধরতে হলে ছোটো রাত-দুপুরে!
তাই ছুটছে সবাই ফেলে নাটাই সুতো সব
ধরো ধরো ধরো শুধু শুনছি কলোরব।।
নেই ঘুমের আয়োজন!
০৭.০৫.১৯
মন্তব্য করুন