: অপলক চেয়ে থাকা মানে মুগ্ধতা নয়; মৃত্যু।
প্রিয়তমা, যখন আমি তোমার দিকে তাকাই
আমারও মৃত্যু ঘটে; তুমি তা বোঝো না।
মুগ্ধতা খোঁজো তুমি, মৃত্যু খোঁজো না।
: হেয়ালি ছাড়ো তো, মৃত্যু এতো সহজ বিষয় না,
এভাবে যখন তখন মুখে আনবে না।
: কেনো তুমিও তো প্রতিদিন ঘুমানোর আগে বলো-
‘হে আল্লাহ! আপনারই নামে মৃত্যু বরণ করি
আবার আপনারই নামে জীবন লাভ করি।’
: তোমার সাথে তর্কে পেরে উঠবো না সেটা আমি জানি।
: এটাও তো জানো, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’
আমার সঙ্গে বুঝি বহুদূর যেতে ইচ্ছে করে না ?
: আবারো? রাত হয়েছে, চলো মৃত্যুবরণ করি।
১৮.০৯.১৯
মন্তব্য করুন