কোলাহল থেমে গেলে নেমে এলে স্নায়ুর দহন
ফিরে এসো, যতবার খুশি; তোমারই তো ঘর।
একসাথে হাত ধুয়ে খেতে বসে যদি দেখো নেই
ভেবো আড়ালেই
লুকিয়েছে মজা করে প্রিয় গুপ্তচর!
আর যদি নাই পাও, ভুলে যাও, ভাবো সেও পর
হয়তো আপন ছিলো, থাকে অনেকেই
যারা আজ সত্যি কেউ খুঁজে দেখো ধারেকাছে নেই।
২৬.১১.১৯
মন্তব্য করুন