পথ চলতে
কথা বলতে
ভুল যদি হয়ে যায় ভুলের মাশুল
নিওনা তুমি
ক্ষমা করে দিও ওগো পরওয়ার
মালিক আমার।।
যাপিত জীবনে যা কিছু রঙিন
যা কিছু প্রিয়,
রঙহীন হয়ে যাবে সবই একদিন
জানি আমিও।।
জেনেশুনে তবু ভুল করি বারবার
করো না বিচার তুমি করো না বিচার।
………………………
……………………………..
০৪.১১.১৯
মন্তব্য করুন