হয়তো বা এই শহরেই তার বসবাস
সে ছিলো যে কার জানতো না তার আশপাশ
ছিটেফোটা প্রেম না লেখা গল্পে মজে তার
কাটতো সময়, খুব ছোটোখাটো আবদার
শুনতো না কেউ দেয়ালে দেয়ালে বাজতো;
পূর্ণিমা রাতে একা একা তবু সাজতো।
২৬.০১.২০
হয়তো বা এই শহরেই তার বসবাস
সে ছিলো যে কার জানতো না তার আশপাশ
ছিটেফোটা প্রেম না লেখা গল্পে মজে তার
কাটতো সময়, খুব ছোটোখাটো আবদার
শুনতো না কেউ দেয়ালে দেয়ালে বাজতো;
পূর্ণিমা রাতে একা একা তবু সাজতো।
২৬.০১.২০
মন্তব্য করুন