ভুলে ভরা এই শরাবের সাথে
মিলিয়ে গুলিয়ে পান করি যাই
তাই ঘুরে ফিরে খিচুরি বানাই
তাই বেঁচে খাই
খেয়ে মরে যাই।
খেয়ে মরে যায় বুদ্ধিজীবীরা
শহরের কাক গাঁয়ের শকুন
পরজীবী ছারপোকা ও উকুন।
তবু তারা খায়
আমরাও খাই
একসাথে খাই
খাই ও খাওয়াই
মজা করে খাই
বমি করে খাই
জোরে জোরে খাই
চেটেপুটে খাই
খুটে খুটে খাই
চুষে চুষে খাই
পেলে-পুষে খাই
খেয়ে খেয়ে শেষে গল্প বানাই
আমরা যা গাই, ভিন্ন সে গান
ভিন্ন আজান!
আসলে কি তাই?
ডান বাম এসে এক মোহনায়
সুরে সুরে গাই
স্বার্থের গান
শরাবের সাথে গুলে গুলে খাই
ইমানের দায়,
হাদিস-কোরান!
আমরা দেখিনি আমাদের মুখ
হারিয়েছি কত মুখোশের ভীড়ে,
কত ইবলিশ হেসে খেলে বাঁচে
আমাদের বুকে, আমাদের নীড়ে।
মন্তব্য করুন