খোলামেলা এই ভেজা স্বপ্নেই বিভোর হয়েছে দিন
শাদামাটা রোদ প্রিজম দু’চোখে লাগছে কি রঙিন
এই রঙ মুছে মুছে নিঃশেষ হয়ে নামবে যখন রাত
তখনও ভাসবো রঙের ভেলায় যদি রাখো হাতে হাত।।
নৈরাশ্যের ঘন আঁধারের মেঘ ঠেলে ঠেলে চাঁদ
এনে দেবে ফের শত বিজয়ের আনন্দ সংবাদ
সেই সংবাদ শুনে আরো বহুগুনে বাড়বে মনের জোর
মিছিলে মিছিলে উঠবে সূর্য ফুটবে নতুন ভোর।।
ভেঙে যাবে সব জালিম শাহের ভঙ্গুর বিষদাঁত।
জানি অনাচার-জুলম কেবল পতনের সুর তোলে
মাটিতে তোমাকে নামতেই হবে বাতাসে সওয়ার হলে
তাই জালিমের ভয়ে চুপ করে থাকা আর নয় আর নয়
হাতে হাত রেখে প্রতিরোধ হবে, মানবো না পরাজয়।।
শুনবো শোনাবে সত্য করবো মিথ্যাকে উৎখাত।
08.01.20
মন্তব্য করুন