আমার কথাগুলো তোমার কানে কানে পৌছে দেবে পাখি,
যেখানে থাকো তুমি আড়ালে যতোদূরে
থাকুক ফুলে ফুলে তোমার মাখামাখি।
যেদিন নদীতীরে কেবল সারি সারি যন্ত্র দানবেরা রবে
হাওয়ার বুক ভরে উঠবে বিষ-শ্বাসে; সেদিনও এই কথা হবে-
কুশুমে থাকো তুমি,দু’ঠোটে হাসি থাক লেগে;
তোমার গানে গানে উঠুক পৃথিবীটা জেগে।
২৭.০১.২০
মন্তব্য করুন