সাহসী মানুষের কাতারে রেখো প্রভূ
সত্য সন্ধানী হৃদয় দিও
বিপদে যেনো পা কখনো টলে না
হতে পারি যেনো তোমার প্রিয়।।
নিজের ভুলগুলো দেখার দৃষ্টি দাও
হৃদয় মেঘে ভরা প্রেমের বৃষ্টি দাও
বিনয় ঝরে যেনো মুখের ভাষায় আর
সত্য মেনে নিতে সাহস দিও।।
আত্মর রোগগুলো কুরে কুরে খায় সব
আমার এ মন কেনো করে না তা অনুভব?
বিবেকের প্রখরতা দাও…
তোমার দেখানো পথে চলার শক্তি দাও
তোমার কালাম মুখে বলার শক্তি দাও
তাগুতের ভয়ে যেনো পিঠ না দেখাই আর
কঠিন বিপদ এলে ধৈর্য্য দিও।।
২৯.০১.২০
মন্তব্য করুন