নির্ঘুম রাত কেটেছে আমার
করবো না এই দাবি,
হাজার ভাবনা ঠেলে মাঝে মাঝে
তোমাকে নিয়েও ভাবি।
তোমার জন্য প্রাণ দিয়ে দিতে
চাচ্ছে না আজো মন,
তোমার আমার সম্পর্কটা
আরো বোঝা প্রয়োজন।
স্বদেশ আমার তুমি যদি হও
মায়ের মতোই তবে,
তোমার মমতা সন্ত্বান ভেদে
এতটা তফাৎ হবে!?
ডাকাতের দল ভাগ করে খেয়ে
বলছে ঢেকুর তুলে,
তোমারই শ্রেষ্ঠ সন্ত্বান তারা
আমরা যাচ্ছি ভুলে।
তোমার জন্য রাত দিন খাটে
কৃষক শ্রমিক যারা,
তারা অসহায় তাদের জন্য
তোমার মমতা ধারা
নাই যদি দেখি কি করে মায়ের
আসনে বসবে তুমি?
তুমি তো কেবল কাটাতারে ঘেরা
খণ্ডিত কিছু ভূমি।