কি সুখের সন্ধানে সন্ধানী মন
হতাশার হাত ধরে হাঁটে সারাক্ষণ
কি এমন আশা তার হয়নি পূরণ
ভুল পথে হেঁটে হেঁটে ছুঁয়েছে মরণ।।
সে কি দৃষ্টির সীমা চেয়েছে বাড়াতে হায়
ভেবেছে কখনো, যদি আরো কিছু যাওয়া যায়
মিলে যেতে পারে তার আরো কিছু সমাধান
বদলে যেতে পারে যাপিত জীবন?
ভুল পথে হেঁটে হেঁটে ছুঁয়েছে মরণ…
……………………………….
০৪.০২.২০
মন্তব্য করুন