হাসতে আমার ভাল্লাগে তাই হাসি,
হাসলে সকাল শিশির দানায়
ছড়িয়ে পড়ে মুক্তো রাশি রাশি।
ছুটতে আমার ভাল্লাগে তাই ছুটি,
ছুটলে ভ্রমর গুনগুনিয়ে
মিষ্টি সুরে গান শুনিয়ে;
ফুলকলিরা হেসে হেসে খায় যে লুটোপুটি।
বাসতে ভালো ভাল্লাগে তাই বাসি
পণ করি এই, ভালোবেসেই থাকবো পাশাপাশি।
০৩.০২.২০
কিশোর পাতা মে ২০২০ এ প্রকাশিত
মন্তব্য করুন