যদি পথ চলতে ভয় হয় ভয়
আঁধারে একা জাগে সংশয়
দিও সাহস ফুঁকে হৃদয়ে আমার
নত যেনো হই শুধু স্মরণে তোমার।।
পাখির ডানার মতো ভারসাম্য দিও যাপনে
রঙের পৃথিবী যেনো প্রভাব না ফেলে প্রভূ আমার মনে।।
এই গোলাম তোমার কিছু চায়না তো আর…
তোমাকে নিয়ে লেখা আমার সকল গান
ঝরণার মতো যেনো সাবলিল হয়,
তোমার জিকির প্রভূ কলমে আমার যেনো
অনাবিল হয়।
জীবন নদীর বুকে রহমের ধারা দিও অফুরান
দু’কূল ছুঁয়ে যেনো গেয়ে যেতে পারি প্রভূ তোমারই গান।।
এই গোলাম তোমার কিছু চায়না তো আর…
১৩.০২.২০
মন্তব্য করুন