কেউ ভুলে গেছে বলে আমি কেন ভুলে যাবো পথ
এখনও সূর্য ওঠে, ফুল ফোটে, পাখি গান করে
এখনও মানুষেরা স্নিগ্ধ হাতে জনপদ গড়ে
ঝড়ের দাপট দেখে আমি কেন হবো ক্লান্ত শ্লথ?
অন্ধকার ঢেকে রাখে পৃথিবীর রূপম শরীর
জনপদ থামে আর জমে দ্রুত ভয়ের কেলাস
লুটেরার মুখে ওঠে কলঙ্কিত পাপের গেলাস
নক্ষত্র থামে না তবু বয়ে আনে আলোক অধীর!
লম্বমান মৃত্যু তবু প্রাণপণ বীর লড়ে যায়
মাথায় পর্বত তবু সাহসীরা ফুল যেন হাসে
আলোর পবিত্র ধারা প্রদীপের দহন নিঃশ্বাসে
প্রত্যয় অটল জন প্রয়োজনে জীবন বিলায়।
রূপালী আলোর পথ- স্বর্ণময় ঝলমল পথ
প্রাণ দিয়ে গড়ে যাবো এই পথে আলোক-পর্বত।
মন্তব্য করুন