একটা তারা ঘুমায়-জাগে
একটা তারা লাফায়
একটা তারা আপন মনে
গিলতে থাকে যা পায়।
এমন কোটি তারার মাঝে
কোন তারাটা ভালো,
কোন তারাটা সবচে বেশি
জ্বালতে পারে আলো?
কোন তারাটা মিটমিটিয়ে
কোন তারাটা টানা
জ্বলতে পারে বলছি না ভাই
সবটা আমার জানা।
সব জানে যে সে হয় মালিক
তাঁর ইশারায় চলি,
তাঁর সেরা দান মাতৃভাষায়
মনের কথা বলি।
০১.০৩.২০