কেবল ধ্বংশ হয়ে যাওয়াই সত্য নয়
কেনো কুরে কুরে খাচ্ছে মৃত্যু ভয়
যদি হাত গুটিয়ে অপেক্ষাতেই থাকি
কেয়ামতের আর কতো দিন বাকি!
তবে ইমানদারের সে নয় পরিচয়।
বিপদ আসে কষ্ট আসে সবারই জীবনে
তাতে ভেঙে পড়া মানেই পরাজয়,
মুমিন তো সে, ভরশা রাখে মনে-
স্রষ্টা আমার অসীম দয়াময়।।
ভাঙছে ভাঙুক গড়তে থাকে গড়ার কারিগর
দু’হাতে সে স্বপ্ন আঁকে, তার গোটা অন্তর
জুড়ে থাকে প্রশান্তি এক; সফল সে নিশ্চয়।
কেবল ধ্বংশ হয়ে যাওয়াই সত্য নয়
কেবল মৃত্যু ডেকে আনাই সত্য নয়
গড়তে এবং লড়তে যারা পারে
প্রভূর সাথে তাদের পরিণয়।।
১৪.০৩.২০
মন্তব্য করুন