ডানা ভেঙে দাও তবুও উড়বো
উড়বো মনের জোরে,
শাহাদাত সেতো কাম্য মোদের
কোরানের পথ ধরে।।
কিভাবে রুখবে এ ঢেউ যখন
আনবে জোয়ার ডেকে,
আল্লাহুআকবার ধ্বনি শুধু
শোনা যাবে দূর থেকে।।
থামানো যাবে না থামবো না দেখো
থামাতে চেষ্টা করে।
জালিমের স্বর যতো উঁচু হোক
হুংকার সেতো নয়
সারাক্ষণ তাকে কুরে কুরে খায়
মানবিক পরাজয়।।
জয়ি তো সে হয় জয়-পরাজয় খোদার জন্য যার
সবার যেখানে শেষ হয়ে যায় সেখানেই শুরু তার।
তাই, থামানো যাবে না থামবো না দেখো
থামাতে চেষ্টা করে।
০৪.০৩.২০
মন্তব্য করুন