পাপড়ি খুলে কে জাগছে দেখোতো
তার দু’চোখে কি সূর্য ওঠেনি?
তার দু’কানে কি গায়নি পাখি গান
শুনেছে কি সে এ দ্বীনের আহ্বান??
মেলছে ডানা কে উড়তে দেখোতো
তার দু’চোখে কি বাধ সেধেছে ঘুম
ঘুম ছুটিয়ে দাও তাকে উঠিয়ে দাও
তার কর্ণকুহরে দাও ঢেলে দাও আজান।।
পাপড়ি খুলে কে জাগছে দেখোতো
শুনেছে কি সে এ দ্বীনের আহ্বান??
রাত্রি শেষে কে জাগলো দেখোতো
তার দু’চোখে কি কান্না ছলছল,
সেজদাবনত দেখছো কি তাকে;
দরবারে রবের তার বাড়ছে কতো শান।।
পাপড়ি খুলে কে জাগছে দেখোতো
শুনেছে কি সে এ দ্বীনের আহ্বান??
দরবারে খোদার মন হও অবনত, দরবারে খোদার;
হতাশার মেঘ কাটবে, জীবন হবে উজলা তোমার।
০২.০৩.২০
মন্তব্য করুন