বহুদিন পর আজ
পেয়ে অবসর
ঘুরে ঘুরে দেখি একি
আমারি যে ঘর!
একাকি কবর যেনো ধু ধু প্রান্তর।।
সারারাত জেগেছি, হয়নি নামাজ
সাজাতে এ ঘরকে কত শত কাজ!
তবু কেনো কবরের মতো নিষ্প্রাণ
আহা! আমারি এ ঘর; আহা! কাঁপে অন্তর।।
চারিদিকে রঙিন কতো কারুকাজ
দেয়ালে দেয়ালে বাজে কতো কি আওয়াজ
তবু যেনো কিছু নেই ফাঁকা ময়দান
আহা! আমারি এ ঘর; আহা! কাঁপে অন্তর।।
২৬.০৩.২০
মন্তব্য করুন