‘বিষণ্ণ এই দিনকে কেবল তোমার জন্য বদলে দিই
জান-মাল দিয়ে মাগফিরাতের চাদর শরীরে জড়িয়ে নিই,
মৃত্যুর ভয়ে ভীত হয়ে নই তোমার খুশিতে বাঁচতে চাই
শহীদি মৃত্যু জোটে যদি তবে তোমার করুণা দাও আমায়।
তোমার জন্য আমার নামাজ, আমার সাওম, আমার হাজ্জ্ব
তোমার কাছেই নিরব কান্না, তোমারই জন্য তুলি আওয়াজ,
রোগে-শোকে খুঁজি তোমার করুণা, তোমার ওয়াদা মিথ্যে নয়
তবে আর কিসে বিচলিত হবো, তুমি যদি দাও পাবো বিজয়।’
‘‘মহামারী আনে শহীদি মৃত্যু! ভয় কি মুমিন তোমার রব
যদি ডেকে নেন সে সৌভাগ্য লুফে নিতে ছেড়ে দিতে এ সব
প্রস্তুত থেকে মানুষের পাশে নিঃসঙ্কোচে দাঁড়াবো আজ;
‘তোমার খুশিতে কুরবান হতে প্রস্তুত আমি।’- তুলি আওয়াজ।’’
২৪.০৩.২০
মন্তব্য করুন