আলোগুলো নিভে যাচ্ছে
কতগুলো চাপ চাপ অন্ধকার ক্রমশ ছড়িয়ে পড়ছে
কতগুলো হাত এলোমেলো বিচ্ছিন্ন
হাতগুলো রুক্ষ, অমসৃণ।
চোখে আলো নিয়ে কে যেনো বললো,
‘আমাদের ভয় নেই, আমরা তো অন্ধকারেই চলি;
রাস্তা ভুল হবে না, ঠিক পৌছে যাবো দেখো!!,
পাশে পড়ে আছে অসুস্থ সমাজের ছায়া,
ছায়া!? তবে তো কোথাও আলো আছে নিশ্চয়!
১৫.০৪.২০
মন্তব্য করুন