এই ছেড়া পালে
বাতাস লাগে না
এই ভাঙা হালে
জাগে নাতো ঢেউ
তবু কেউ
যেনো যাচ্ছে নিয়ে
আমার তরী ঠেলে;
বসে আছি
একা ঝেড়ে ফেলে
সব ভার,
সংসার।
সব দায় দেনা মিটিয়ে দিয়ে
সবটাই সুখ দুঃখ নিয়ে
অবসর অবশেষে,
অবসর আমার।
কতো স্বপ্ন ছিলো
আমি বাঁধবো বাসা
বাবুই পাখির মতো নীপূণ ফোঁড়ে
সেই স্বপ্নের খড়
আজ হাওয়াই ওড়ে।
কেউ নেই কিছু নেই
যেতে হবে আমাকেই
তাই যাচ্ছি চলে ।
এখানে কেউ থাকবে না,
কেনো জমি বাঁধো ঘর
তারপর সময় হলে
আমার মতো
সব দায়
পুরোটাই ছেড়ে উঠবে এই নৌকায়…
ভাঙা হাল ছেড়া পাল
তবুও কেউ নিচ্ছে ঠেলে।
বসে তুমি
একা ঝেড়ে ফেলে
সব ভার,
সংসার।।
২৭.০৪.২০
মন্তব্য করুন