এক শহরেই থাকতো দু’জন দু’দিক তাদের মুখ
এক বাজারেই দুঃখ কিনে এক বাজারেই সুখ,
দুই দালানের দুই জানালা কিন্তু মুখোমুখি
খুলতো না কেউ খুললে হঠাৎ দৃষ্টি পড়ার ঝুকি।
কপাল তাদের পুড়লো নাকি মহামারীর ঘায়ে
এক জানাজায় উঠলো দু’জন এক ইমামের নায়ে,
একই গোরস্থানে তাদের মুখোমুখি কবর
এক শহরের নামেই তাদের প্রচার হলো খবর।
২২.০৪.২০
মন্তব্য করুন