অনাবিল ভালোবাসা ঘিরে ছিলো তাই
বয়েছিলো চোখে নীল ধারা ঝরনার
শুকরিয়া আদায়ের হয়নি সময়
হায়! ক্ষমা করে দাও তুমি ওগো দয়াময়।।
হে প্রভূ তুমি আমাকে
দিয়েছো এ শব্দের সুখ!
বিনয়ের বৃষ্টিতে ধুয়ে যাক নফসের
অযাচিত পাপ সমুদয়।।
পাতায় পাতায় যত শব্দের ফুল
তোমার জিকিরে যেনো থাকে মশগুল…
যা কিছু পেয়েছি আমি
নিজগুণে পাইনি কিছুই;
তোমারই উপহারে ভরেছে দু’হাত প্রভূ
সেজদায় মজেছে হৃদয়।।
১৬.০৫.২০
মন্তব্য করুন