আঁধারে খুঁজতে ছায়া
হায় নিজেকে হারিয়ে বসে আছি,
বিপরীত স্রোতে ভেসে ভেসে
কিভাবে যাওয়া যায় কাছাকাছি?
আলোয় আলো এলো
তবুও এলোমেলো
ভাবনা নিয়ে গেলো দূরে,
পেলো না মধু মৌমাছি।।
কে যেনো মিহি সুরে
গাইছে রোদ্দুরে-
মেঘে মেঘে বেলা গেলো
গেলো সে ফিরে এলো না
আলোর দেখা পেলো না!
ভাঙলো ভুল হায়
গোধুলি এ বেলায়
তোমার দিকে চেয়ে আছি।।
১৫.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন