কেনো আজ এই চাঁদ
জোসনার ফুল হাতে
নগরের চোখে মুখে
ছিটালো বিষাদ?
কেনো ‘মৃত্যু’ শিরোনামে এলো সংবাদ…
নতুন চাঁদে আজ নামলো যে ঈদ
সে ঈদের চোঁখে মুখে হতাশার ছাপ,
আমলের ঝুড়ি হাতে দাঁড়াতে পারবো না
জমে আছে পাপ আর পাপ।
নগরের বুকে পিঠে পাপেরই আবাদ!!
গাফফার তুমি প্রভূ তুমিই মালিক
ক্ষমা করে দাও আমাদের,
দাও ফিরিয়ে হাসি বাঁকা চাঁদের
দাও ফিরিয়ে সেই ঈদ আমাদের।
যদিও পাপের ভার পাহাড় সমান
তবুও তোমাকে ছাড়া ডাকিনি তো রব
আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না
মাফ করো সব গোনা সব।
এই আযাবের থেকে দাওগো আজাদ।।
১২.০৫.২০
পরিবর্তিত…………………
(কেনো আজ এই চাঁদ
জোসনার ফুল হাতে
নগরের চোখে মুখে
ছিটালো বিষাদ?
কেনো ‘মৃত্যু’ শিরোনামে এলো সংবাদ…
পূর্ণিমা চাঁদ ছুয়ে আসলো নেমে
অমাবশ্যর তমঃ! এ কেমন রাত!!
ভুলগুলো আমাদের করো মার্জনা
দাও ভরে দাও খালি হাত।
সবরের ফুল বুকে করো গো আবাদ।।
গাফফার তুমি প্রভূ তুমিই মালিক
ক্ষমা করে দাও আমাদের,
দাও ফিরিয়ে হাসি রূপালী চাঁদের
দাও ফিরিয়ে উম্মীদ আমাদের।
যদিও পাপের ভার পাহাড় সমান
তবুও তোমাকে ছাড়া ডাকিনি তো রব
আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না
মাফ করো সব গোনা সব।
এই আযাবের থেকে দাওগো আজাদ।।)
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন