খস্ খস্ জুতো ক্ষয়ে যাচ্ছে
রাজপথ নদী হয়ে যাচ্ছে
পূবে চাঁদ পশ্চিমে তারা
ধ্যানে বসে আছে সন্ধ্যারা।।
জীবনের ফুলগুলো বাসি হয়ে গেছে হায়
ভুলগুলো জোনাকির দল,
দিনের সকল ডানা গুটিয়ে নিয়েছি তাই
ঘাটছি রাতের সম্বল।।
আমার লুকোনো কবিতারা…
নগর নিঝুম হায়
তবু নির্ঘুম যারা
পাঠ করে ঘাতকের রোল
শুনছি তাদের কোলাহল।
কি পেয়ে জীবন তারা বিকিয়ে দিয়েছে এই
বিলাসী মদের ফোয়ারায়,
চোখ বুজতেই যদি মরণেই মোলাকাত
পুঁজির পাহাড়ে কার ঠাঁই??
কি সুখে ভুলে আছে তারা!?
০৫.০৫.২০
মন্তব্য করুন