তুমি অবাক চোখে প্রশ্ন করো
আমি খুঁজি কারে,
বলোতো কাজল ভরা চোখ দিলো কে
তোমার অধিকারে!!
আমি হন্যে হয়ে খুঁজে বেড়াই
তোমারই স্রষ্টারে।
তোমার ঐ কোমল কপোল, কমলা ঠোঁট
মাতাল করা ঘ্রাণে,
আমি বুঁদ হয়ে যাই, ক্যামনে লুকাই!!
প্রাণ থাকে না প্রাণে।।
তাই তোমার চেয়ে ভালোবাসি তোমারই স্রষ্টারে।
তুমি বললে কথা প্রাণে বাজে
গাইলে পোড়ে মন,
তাই তোমার কথা শুনতে আমার
এতো আয়োজন!
যা কিছু তোমার সবই জেনো প্রিয়া
দান করেছেন তিনি
এই দুনিয়া আকাশ বাতাস
সব দিয়েছেন যিনি।।
তাই হন্যে হয়ে খুঁজে বেড়াই
আমি সে স্রষ্টারে।
০৪.০৫.২০
মন্তব্য করুন