তোর খোলা চুলে ঝুলে যাওয়া বিকাল
আর চারু নখে শোভা মেহেদীর লাল
তুই ভালো থাকিস আর ভালো রাখিস তোর দিন
তোর কুড়েঘর হোক রঙিন।।
তোর ভেজা চোখে ঝুলে থাকে আকাশ নীল
আর আঙুলের ফাঁকে ঝোলে অন্তমিল!
যদি হৃদয়টা বুঝে নিয়ে দেনমোহর
তুই অনুমতি দিস হাটি সঙ্গে তোর।।
অন্তহীন…
তোর ধীর পায়ে হেটে চলা ছন্দময়
যদি আমার এই পথ ধরে বন্ধ হয়!
তবে সময়টা হবে খুব যন্ত্রনার
তুই শিখেছিস কি এমন মন্ত্র কার।।
এই রঙিন…
০৪.০৫.২০
মন্তব্য করুন