ফেরি করে সুখ কিনেছি অসুক কিনেছি অনেক দামে
অট্টালিকার দলিল লেখেছি প্রজাপতি তোর নামে
তবু কেনো তুই ডানায় রাখিস ভর
প্রজাপতি তোর লাগবে না বুঝি ঘর?
প্রজাপতি তোর মন খারাপের দিনে
আমি অনেক অনেক গোলাপ আনবো কিনে!
আর যদি সুখ বৃষ্টিতে আসে জ্বর
চোখের ওপরে ঘন হয়ে ওঠে সর
প্রজাপতি তুই বুঝে নিস তোর ঘর।।
এতো আয়োজন বিফলে যাবে কি সব
শুনবি না তুই আত্মার কলরব?
প্রজাপতি তোর মখমল-ডানা মেলে
উড়ছিস তুই, আহা! কি ভীষণ ওড়া!
কোনোদিন যদি ভুল করে ফিরে আসিস
পেয়ে যাস এই শুনকো ফুলের তোড়া!
সেদিন কি তোর কাপবে গলার স্বর?
১৫.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন