বুকের পরে রাখলে মাথা
যায় কি বোঝা মনের কথা,
যায় কি বোঝা মন কি চায়?
বুঝতে হলে মনের সাথে
এসো সখী মন মিলাই।।
লোক দেখাতে আঙ্গুল ছুঁলে
গায়না পাখি হাওয়ায় দুলে
চায় সে কেবল ছুটতে চায়,
বুকের পরে রাখলেই মাথা
যায় না বোঝা মন কি চায়।।
গাঁথা মালায় ঝুলতে থাকা
ফুলের কান্না শোনরে মন,
সখের পাখি খাঁচা ভাঙে
বুঝিস না তার আন্দোলন?
ঘরের মতো ঘর না পেলে
কারাগারের অন্ধ সেলে
ধুকে ধুকে জীবন যায়,
বুকের পরে রাখলেই মাথা
যায় না বোঝা মন কি চায়।।
১৭.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন