সত্যের সন্ধানে ছুটে চলে যে
বিপদের মুখোমুখি হক বলে যে
তার হাত ধরে হোক আমার সকাল
তার সাথে হাটা যায় অনন্তকাল।।
যার চোখে প্রজাপতি স্বপ্নের দল
যার মুখে জেগে ওঠে রোদ ঝলমল
তার পায়ে পা মিলিয়ে সামনে চলি
আসুক যতই বাধা, ঢেউ উত্তাল।।
আছে কি তোমার কোনো বন্ধু এমন
যার আছে জ্ঞান আর সুন্দর মন।
লালশার কাছে যে পরাজিত হয়
মিথ্যার সাথে যার নিত্য পরিণয়
তার সাথে ওঠাবসা তার সাথে মিল
খুলে দেয় ভুল শত দরজার খিল।।
তাকে যদি বন্ধু করো, পুড়বে কপাল।
১৪.০৫.২০
(উৎসঙ্গে প্রকাশিত)
মন্তব্য করুন